200+ Best Bangla Sad Caption 2023

bangla sad caption

আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমরা অনেকেই আছি যারা ফেসবুক ইনস্টাগ্রাম সহ আরো ও অনেক সোস্যাল মিডিয়া ব্যাবহার করে থাকেন। কিন্তু সোস্যাল মিডিয়াতে পোষ্ট করার জন্য সুুন্দর কোনো ক্যাপশন খুজে পাই না। আপনাদের উদ্দেশ্য আজকের পোস্টটিতে আমরা বাছাইকৃত প্রায় 250+ সেরা ফেসবুক ক্যাপশন ( bangla sad caption ) নিয়ে এসেছি। আশা করি এই স্যাড ফেসবুক ক্যাপশনগুলো আপনাদের অনেক ভাল লাগবে। এই Bangla Sad Caption  ক্যাপশন গুলো আপনার খুব সহজেই আপনাদের সোস্যাল মিডিয়াতে ব্যাবহার করতে পারবেন। ধন্যবাদ

Best Bangla Sad Caption For 2023

বুঝলে প্রিয় তোমার অল্প দিনের ভালোবাসাটা,
এখন অনেক গভীর হয়ে গেছে..!!
জীবনের হাজারো কষ্ট সহ্য করা জাযা, 
কিন্তু কেউ অবহেলা করলে সহ্য করা জায়না!
সুন্দর সে নয় যে,দেখতে সুন্দর,
সুন্দর তো সে,যার মন এবং মানসিকতা সুন্দর!
দূরত্বই বলে দেবে 
সম্পর্কের আসল অর্থ।
 সত্যি,  না পাওয়ার চেয়ে, পেয়ে হারানোর যন্ত্রনাটা একটু বেশিই হয়ে থাকে।
নিজেকে এমনভাবে বদলে ফেলো,
যেন সবাই সেই পুরনো তুমিটাকেই খুঁজতে থাকে।
যাদের ভালোবাসা সত্যি,
তাদের ভাগ্যে শুধু কষ্টই লেখা।
-শখের বয়সটায় টাকার অভাব থাকে!!
যে আজ শুধু আমার মাঝে ভুল খুঁজে পায়, একসময় তার কাছে আমিই একমাত্র সঠিক ছিলাম।
সব কষ্ট দেখতে পারি তোমার কষ্ট কেন দেখতে পারিনা জানিনা আমি!!
আঘাত গুলো জমাট বাঁধা। চোখের তলায় ক্ষত।
অবিশ্বাসের বাড়ি ভেঙেই পড়ে। তাসের ঘরের মত।
নিজেকে নিজে ‘সান্তনা’ দিতে পারাটা পৃথিবীর
সবচেয়ে জ’টি’ল এবং সুন্দরতম একটি ক্ষ’ম’তা।

আরও পড়ুনঃ

Best Ways To Facebook Followers Increase Bangla 2023 || ফেসবুকে ফলোয়ার বাড়ানোর উপায়

400+ বেস্ট বাংলা স্ট্যাটাস ক্যাপশন – Bangla Caption For Facebook 2023

তাকে ভুলতে পারলেও, তার
স্মৃতিগুলো কখনই ভুলতে পারবো না।
মানুষের প্রিয় হতেও আর্থিক যোগ্যতা লাগে, অর্থশূন্য মানুষ কখনো কারো প্রিয় হয় না।
পৃথিবীতে এত কিছু হচ্ছে..তুমি
কি আমার হতে পারো না?
ভালোবাসা অন্যায় নয়,
কিন্তু ভালোবাসার নামে অভিনয় করাটা অন্যায় ।
“চোখের জল মুছা যায়, 
কিন্তু মন থেকে ভালোবাসা মুছা যায় না!”

আরও পড়ুনঃ বেস্ট বাংলা স্ট্যাটাস ক্যাপশন – Bangla Caption For Facebook

হৃদয় যেদিন তার উপর পড়েছিল 
সেদিন মৃত্যু এলে ভালো হতো ।
কোন মানুষ আসলে নিজের ইচ্ছায় একা থাকতে চায় না বাধ্য হয়..!!
ভাঙা হৃদয়ও স্পন্দিত হয় সারাজীবন,
হোক তা কারো স্মৃতিতে বা কারো অভিযোগে।
কখনো কি জানতে চেয়েছো? ভালো আছি নাকি ভালো থাকার অভিনয় করছি।
এখানে সবকিছু বুজতে সময় লাগে, 
কিন্তু ভুল বুঝতে একটা মুহূর্তই যথেষ্ট।
জল ছুঁয়ে যায় চোখে বারে বার,
তুমি না ফিরলে আমি হবো কার ?
কারণ, “আমি তোমাকে ভালোবাসি”
এর চেয়ে সুন্দর আত্মসমর্পণ আর কিছু হতে পারে না।
যারা দিনের আলোতে বেশি হাসে, রাতের আধারে তারাই সবচেয়ে বেশি কাদে।
কোনো এক ফাঁকা বাড়ির নিঃসঙ্গ ছাদে,
খসে পড়া তারাটিও মুখ বুজে একলাটি কাঁদে।
তাকেই বেশি মনে পড়ে যে সারাদিন 
একবার ও আমার খোঁজ নেয় না ।
 কিছু মানুষ জীবনে আসে জীবনটাকে সতিই পাল্টে দেয়ার জন্য।
তোমার উপর রাগ 
করেও তোমায় খুঁজতে থাকি''!!
তুমি ভাল থেক, ওন্নের ভালোবাসায়

আমি না হয় ভাল থাকবো, তোমার ভালো থাকায়
কখনো কখনো ভালোবাসার মানুষের ভালোর জন্যই… তার থেকে দূরে চলে যেতে হয়।
আমি পূর্নতা বলতে তোমাকে বুঝি!
তোমার প্রতি মুগ্ধতা আমার সারাজীবন থাকুক!
আরও একটা মন ভেঙে তুমি, তারও-
দু-হাতে তুলে দিলে। ব্যথার স্মারক..
সে আমার জন্য আকুল ছিল, 
আর আমি তার জন্য আকুল হয়েছি।
বুকে জমা পাথর এনে, চোখের নীচে বাঁধ দিয়ে।
মন ভাবে তোর কথা, আমাকে বাদ দিয়েই..
নিজের উপর বিরক্ত হয়ে গেছি
কিন্তু কি করব,মৃত্যু আসে না।
অন্যের সুখে নিজের সুখ দেখিনি,
তবুও মানুষ আমাকে ভুল বোঝে।
শরীরের ক্ষত জুড়ে আল্পনা এঁকে প্রিয়,
তোমাকে খোদাই করে কেঁদেছে ছেনিও..
অপেক্ষা তো সেই করে,
যে কাউকে মন থেকে ভালোবাসে ।
যন্ত্রণার কাঠগুলো হাতে নিয়ে আড়ালে,
ভালোবাসা নিভিয়ে তুমি হৃদয় জ্বালালে।
আমরা ভালোবাসতে ভুল না করলেও জীবনে সঠিক মানুষ বেছে নিতে সবসময় ভুল করে ফেলি।
কোনো এক ফাঁকা বাড়ির নিঃসঙ্গ ছাদে,
খসে পড়া তারাটিও মুখ বুজে একলাটি কাঁদে।
সে আমার ভালোবাসা,
আর আমি তার অভ্যাস মাত্র।

আরও পড়ুনঃ  Best Facebook Caption Bangla || বাংলা বেস্ট ফেসবুক স্ট্যাটাস ক্যাপশন 

একবার ফ্যামিলি প্রবলেমে পড়ে দেখুন,
– পৃথিবীর কোনো কিছু আর ভালো লাগবে না।
কষ্টের সময়ে সুখের কথা মনে 
করার মতো কষ্ট আর কিছুতেই নেই। 
আমরা যত বার ভালোবাসি ভালোবাসার ব্যাথা মুছতে,  ঠিক ততোবারই ব্যাথা পাই।
আজ যদি কেউ আপন হতো 
তাহলে আমাকে কাঁদতে দিত না।
সুখী তো তারাই হয়,
যারা অন্যের বুকে ছুরি
মেরে ভালো থাকতে জানে ।
দুঠোঁটে গড়ে তুলে চীনেরপ্রাচীর..
দুজনে আজও মৃত হয়ে বেঁচে আছি।
হ্যাঁ বদলে গিয়েছি,
সময়ের সাথে তাল মিলিয়ে
অনুভূতির পাত ছিঁড়ে
আমি হারিয়ে গিয়েছি ।
সে তার জায়গায় একদম ভালো আছে,
শুধু আমি প্রয়োজনের চেয়ে বেশি আশা করছি
bangla sad status,bangla sad caption,sad caption bangla,sad status bangla,sad caption,bangla motivation,sad fb caption,bangla sad caption,fb caption,fb sad caption bangla,sad bangla fb caption,sad caption in bangla,Sad Caption Bangla,bangla status,Sad Caption Bangla,fb new caption bangla,bangla sad fb caption 2023,bangla caption facebook,facebook caption bangla, caption,Sad Caption Bangla,new sad status bangla,bangla sad caption

আমাদের শেষ কথা

আশা করি আপনাদের Bangla Sad Caption আর্টিকেলের প্রতোকটি ক্যাপশন আপনাদের অনেক পছন্দ হয়েছে । আজকের এই আর্টিকেলটি যদি আপনাদের ভাল লেগে থাকে, তাহলে অব্যশই একটি কমেন্ট করে যাবেন। এবং Bangla Sad Caption রিলেটেড আরো মজার মজার স্ট্যাটাস ক্যাপশন পেতে আমদের ফলো করতে পারেন। আমাদের ফেসবুকে ফলো করুন। ধন্যবাদ

Scroll to Top