হ্যলো বন্ধুরা, আশা করি সবাই ভাল আছেন। আপনি যেহুতু আমাদের Web Development Future আর্টিকেল এ কিল্ক করেছেন, তার মানে আপনি Web Development সম্পকে জানতে আগ্রহী। চিন্তার কোনো কারন নেই আজকের আর্টিকেল এ আমরা Web Development Future নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তবে চলুন শুরু করা যাক-
ওয়েব ডেভেলপমেন্ট অনেক জনপ্রিয় পেশা যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। সাধারণ ভাবে বললে, ওয়েব ডেভেলপমেন্ট মানে ওয়েব সাইট বা অ্যাপ্লিকেশন তৈরির পদ্ধতি। আধুনিক প্রযুক্তি এবং ইন্টারনেট সংযোগের ফলে ওয়েব ডেভেলপমেন্ট করা হয়ে থাকে। ওয়েব ওয়েব ডেভেলপমেন্ট করার জন্য প্রোগ্রামিং জ্ঞান এবং অনেক দক্ষতা প্রয়োজন হয়। সেই দক্ষতা গুলো কাজে লাগিয়ে একটি ওয়েবসাইট তৈরি করা হয়ে থাকে। বর্তমান সময়ে ওয়েব ডেভেলপমেন্ট এর চাহিদা দিন দিন অনেক বাড়ছে। বর্তমানে গুগল এ প্রায় 1.13 billion ওয়েবসাইট পাবলিশ রয়েছে । যা প্রায় 2017 সালের ওয়েবসাইটের তুলনায় 20 গুন। ডে বাই ডে ওয়েবসাইট এর চাহিদা অনেক হারে বাড়ছে।
বর্তমান সময়টা অনেকটাই অনলাইন ভিত্তিক হয়ে উঠেছে। সকল ব্যাবসাই বর্তমানে অনলাইনের মাধ্যমে হয়ে থাকে। আপনার ক্ষুধা লাগলে আপনি অনলাইনের মাধ্যমে খাবার অর্ডার করতে পারবেন। এখন অনলাইনের মাধ্যমে যাবতীয় জিনিসের অর্ডার নেয়া হয়। বর্তমান সময়ে অনলাইনের মাধ্যমে সকল রকম সেবা পাওয়া সম্ভব। আর এই গুলো ম্যানেজ করা হয় একটি ওয়েবসাইট এর মাধ্যমে। এই সকল তথ্যর ভিত্তিতে বলা যায় আগামী কয়েক কছরের মধ্যে ওয়েব ডেভেলপমেন্ট এর চাহিদা অনেক গুন বাড়বে বলে আশা করা যায়। এটা আমার কথা না। অনলাইনে একটু রির্সাস করলেই জানতে পারবেন।
ওয়েব ডেভেলপমেন্ট-
ওয়েব ডেভেলপমেন্ট হলো ওয়েব সাইট বা অ্যাপ্লিকেশন তৈরি করার প্রক্রিয়া। আমরা Google কোনো কিছু সার্চ করলে আমাদের সামনে যে সকল ওয়েবপেজ শো করে সেগুলোই হল ওয়েব সাইট। যা ওয়েব ডেভেলপাররা তৈরি করে থাকে। ওয়েব ডেভেলপমেন্ট প্রকারভেদঃ-
ফ্রন্ট-এন্ড ডেভেলপমেন্টঃ সহজ ভাষায় ফ্রন্ট-এন্ড ডেভেলপমেন্ট হলো কোনো ওয়েব সাইটের সামনের পার্ট । যা ব্যবহারকারীরা ব্রাউজারে দেখতে পায়। ওয়েবসাইট ডিজাইন, ব্যবহারকারীর ওয়েবসাইট ইন্টারফেস ডেভেলপমেন্ট, ক্লায়েন্ট-সাইড স্ক্রিপ্টিং এবং অন্যান্য কিছু ফ্রন্ট-এন্ড টেকনোলজি ব্যবহার করে তৈরি করা হয়।
ব্যাক-এন্ড ডেভেলপমেন্টঃ ব্যাক-এন্ড ডেভেলপমেন্ট হলো ওয়েব সাইটের ফাংশনালিটি । ব্যাক-এন্ড ডেভেলপমেন্ট চোখে দেখা যায় না । এটি সার্ভার সাইডে প্রোগ্রামিং ল্যাংগুয়েজ ব্যবহার করে তৈরি করা হয়। ব্যাক-এন্ড ডেভেলপাররা সাধারণত ডাটাবেস ব্যবস্থাপনা, লজিক, API ইন্টেগ্রেশন এবং সার্ভার সাইড সিকিউরিটি সম্পর্কিত কাজ করে থাকে।
ওয়েব ডেভেলপমেন্ট এর ভবিষ্যৎ – Web Development Future
বর্তমান সময়ে ওয়েব ডেভেলপমেন্ট এর চাহিদা অনেক বেশি। আউটসোর্সিং করে আয়ের যে সকল সেক্টর রয়েছে, তার মধ্যে ওয়েব ডেভেলপমেন্ট অন্যতম। একদম ছোট কোম্পানি থেকে শুরু করে প্রতেকটি কোম্পানি এখন ওয়েবসাইট ব্যাবহার করছে। শুধু এই নয়, ওয়েবসাইট এর মাধ্যমে তারা যাবতীয় কাজ করছে। অফলাইন সকল কোম্পানি গুলো ডিজিটাল করার জন্য তারা ও অনলাইনে ওয়েবসাইট এর মাধ্যমে লেনদেন করছে। এছাড়া ও ওয়েব ডেভেলপমেন্ট শিখে এখন শুধু বাংলাদেশে নয় বাহিরের দেশে ও রিমোট জব করা সম্ভব। যা বাংলাদেশে অনেকেই করছে। Fiverr Upwork এর মত ফ্রিল্যান্সিং সাইটে ঘরে বসে লক্ষ্য লক্ষ্য টাকা আয় করছে ডেভেলপাররা।
ওয়েব ডেভেলপারদের মাসিক ইনকাম-
বাংলাদেশের একটি চাকরিতে কাজ করলে একজন ওয়েব ডেভেলপার এর বেতন প্রায় ২০,০০০ টাকা থেকে 6০,০০০ টাকা পর্যন্ত হতে পারে। তবে দক্ষ ওয়েব ডেভেলপারদের মাসিক বেতন আরো ও বেশি হয়ে থাকে। একজন ওয়েব ডেভেলপার তাদের ওয়েবসাইট বিক্রি করে ও অনেক টাকা উপাজন করে থাকে। ওয়েবসাইট সেল করার পুপলার ওয়েবসাইট হল থিমফরেস্ট । এখানে ডেভেলপার গন তাদের নিজস্ব ওয়েবসাইট বিক্রি করে আয় করে থাকে। এছাড়া ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস তো রয়েছেেই। ফ্রিল্যান্সিং করে ও তারা লক্ষ্য টাকার উপর ইনকাম করে থাকে । এই সকল বিষয় বিবেচনা করে বলা যায় আগমী কয়েক বছরে Web Development Future অনেক ভাল। কিছু পুপলার ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস যা দ্বারা ওয়েব ডেভেলপারা আয় করে থাকে-
- Upwork.com
- Fiverr.com
- Freelancer.com
- 99designs.com
- Peopleperhour.com
- Guru.com
- Toptal.com
ওয়েব ডেভেলপারদের আয়ের ক্ষেত্র গুলো কি কি ?
একজন দক্ষ ওয়েব ডেভেলপার অনেক গুলো উপায়ে ইনকাম করে থাকে। এর মধ্যে উন্নতম কয়েকটি মাধ্যম হল-
- ওয়েব সাইট ডেভেলপমেন্ট করে আয়
- ফ্রিল্যান্সিং করে আয়
- ওয়েবসাইট মনিটাইজেশন করে আয়
- বিভিন্ন সফটওয়্যার কোম্পনিতে চাকরির সুযোগ
- ওয়েব হোস্টিং এর বিজনেস এর মাধ্যমে আয়
আমাদের শেষ কথা-
আশা করি আমরা আপনাদের Web Development Future সর্ম্পকে বুঝাতে সক্ষম হয়েছি। আজকের আর্টিকেল টি যদি আপনাদের ভাল লেগে থাকে, তাহলে অব্যশই একটি কমেন্ট করে যাবেন। এবং Web Development Future সর্ম্পকে যদি আরো ও জানতে হলে আমাদের ফলো করতে পারেন। ধন্যবাদ