বেস্ট বাংলা ফেসবুক ক্যাপশন || Best Bangla Facebook Caption

best bangla facebook caption

ফেসবুকে কোনো ছবি পোস্ট করার পরে, সেই ছবিকে আরোও বেশি আকষণীয় করার জন্য কোনো ভাল ক্যাপশন খুজে পাচ্ছেন না, তাহলে আর চিন্তা করতে হবে না! আজকের এই আর্টিকেল এ আমরা আপনাদের জন্য 200+ best bangla facebook caption নিয়ে এসেছি । Best Bangla Facebook Caption আমাদের প্রতিনিয়ত দরকার হয়। আপনারা চাইলে এইখান থেকে কপি করে আপনাদের সোসাল মিডিয়াতে পোষ্ট করতে পারেন। এই best bangla facebook caption আপনাদের পোস্টগুলোকে সাধারণ থেকে অসাধারণ বানিয়ে দিবে।

বেকার ছেলেটাও একদিন চাকরি পেয়ে যাবে,,
শুধু পাবে না হারিয়ে যাওয়া ভালোবাসা।

সব কিছুই কৃত্রিম, কারণ প্রকৃতি ঈশ্বরের শিল্প।

সব ‘চাওয়ার’ প্রাপ্তি নেই! সব ‘পাওয়ার’ তৃপ্তি নেই

সফল হতে অনেকেই চায়
নিজেকে তেমন করে বানায়না।
ঈগল হয়ে উড়তে গেলে
হাঁসের সঙ্গে সাঁতার মানায় না।

কখনো হাল ছেড়ে দিও না । এখনকার এই দাঁতে দাঁত চেপে করা কষ্টগুলো তোমাকে বিজয়ীর খেতাব দেবে সারাজীবনের জন্য।

জীবন হলো বইয়ের সেই পৃষ্ঠা, যেটা কখনো কেউ পড়েনি।

টাকা ছাড়া কেও কখনো বন্ধু হয়না ,..এটাই বাস্তব

মানুষ সব কিছু শোধ করে দিতে পারলেও তাকে দিয়া সময় গুলো কখনোই সে ফেরৎ দিতে পারবেনা।

কখনো কখনো গুরুত্ব বোঝানোর জন্য দূরত্বের প্রয়োজন হয় ।

বন্ধুত্ব যখন করেছো কোনো বিপদ আসতে দেবোনা, যদিও বিপদ এসে যায় তা দীর্ঘস্থায়ী হবেনা।

My life ……..My Rules …. কেও আমাকে পছন্দ করুক বা ঘৃণা করুক I don’t Care .

যত কঠিন সংঘর্ষ হবে, বিজয়ের আনন্দ ততই মধুর হবে।

দেহের মৃত্যু হলে সবাই দেখতে পায়। কিন্তু মনের মৃত্যু হলে কেউ ফিরেও তাকায় না। শুধু উপহাস করে!

আমি সঠিক জীবন চাই না, চাই একটি সুখী জীবন।

ভালোবাসাটা দামি হয় না। ভালোবাসার মানুষ টা দামি হয়!

মাঝে মাঝে বিশ্বাস করতে কষ্ট হয়,
আমার সব বন্ধুদের মাঝে আমি’ই এক মাত্র সিঙ্গেল।

প্রেমের ক্ষেত্রে ছেলেরা বেশিই আবেগপ্রবণ হয়ে যায়,
যার কারনে ছেলেদের বেশিই কষ্ট পেতে হয়।

যারা অকৃতজ্ঞ তারাও মাঝেমাঝে কৃতজ্ঞতা প্রকাশ করে
তবে তাদের কৃতজ্ঞতা প্রকাশের ভাষাটা উপকারীকে অকৃতজ্ঞ বানিয়ে ফেলে

যদি ফিরে যাওয়া যেত চেনা পৃথিবীতে, বন্ধুর হাত ধরে চেনা আড্ডা তে,যদি ফের উৎসবে মিলতাম

হ্যাপি থাকতে হলে রাজপ্রাসাদের দরকার হয় না,,,মনের মতো একটা মানুষই যথেষ্ট

বন্ধুত্ব এমন এক সম্পর্ক যেখানে কোনো অধিকারও থাকেনা,
আবার কোনো সন্দেহও থাকেনা।

নিরবতা অনেক কথা বলে।
যা বোঝার ক্ষমতা সবার থাকে না।

যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করবে সেই একদিন চোখ খুলে দেবে,

জীবনকে এক লম্বা যাত্রাপথ মনে করে এগিয়ে যাও ,… তোমার উদ্দেশ্য ঠিক থাকলে একদিন সঠিক পথের সন্ধান পাবেই

দুশ্চিন্তা দূর করার এক নম্বর উপায় হলো ব্যস্ত থাকা।

best bangla facebook caption

দুনিয়াতে কার ওপর ভরসা করো না ,
নিজের হাত এবং পায়ের ওপর ভরসা করতে শেখো ।

কিসের এত হাহাকার!!!!
ঘুম ভাঙলে সকাল না ভাঙলে পরকাল।

শিখতে হয় মাথা নিচু করে; বাঁচতে হয় মাথা উঁচু করে।

Related Post 

বন্ধুত্বের সম্পর্ক গুলো ভীষণ অদ্ভুত। যখন পাশে থাকে কথা দীর্ঘ হয়, আর যদি হারিয়ে যায় স্মৃতি দীর্ঘ হয়।

সফল মানুষ না হতে পারলেও মূল্যবান হতে চেষ্টা করুন।

অন্যের চরিত্র নিয়ে তারাই কথা বলে,
যাদের নিজের চরিত্র ঠিক থাকে না।

successful তো ঐ দিন হবো ,
যেদিন পুলসিরাত পার হয়ে ,
জান্নাতে যাবো।

দুনিয়ায় একাকিত্বের মানে,
খারাপ সঙ্গ ত্যাগ করা !

অন্যকে না ঠকানো মানুষগুলো, অন্যের কাছে ব্যাপকভাবে ঠকে যায়!

রোমান্টিক বাংলা ফেসবুক ক্যাপশন

পূর্ণতা খুঁজতে গিয়ে, আমি শূন্যতা নিয়ে বার বার ফিরে আসি!

প্রথম প্রেম তো আবেগ শেখায়,
আর শেষ প্রেম ভালোবাসতে শেখায়

সুন্দর চেহারা একদিন বৃদ্ধ হয়ে যাবে
– কিন্তু সুন্দর একটি মন কোনদিনই বৃদ্ধ হবে না।

আমি Just আমি অন্য কারো কাছে না হলেও
নিজের কাছে ভীষণ দামী।

আমাকে বুঝতে হলে বুদ্ধি নয় ভালোবাসা প্রয়োজন!!

অবহেলার আরেক নাম
একটু পর কথা বলি,
এখন একটু ব্যস্ত আছি !

সাবধানে যেও,,,
বাসায় গিয়ে ফোন দিও,,,
এই ছোট ছোট কেয়ার গুলো পেতেও ভাগ্য লাগে।

হাসতে নিজে শেখো কারণ
কাঁদতে তো সবাই শিখিয়ে দেবে।

নিজেদের ভেঙেচুরে আজও নিজেরাই কাঁদি।
দেখি সব ঝড় থেমে গেলে। স্মৃতিই সমাধি।

হ্যাপি থাকতে হলে রাজপ্রাসাদের দরকার হয় না,
মনের মতো একটা মানুষই যথেষ্ট ❤

যতবারই তার চোখে চোখ রাখি,
এ বুকে ঝড় ওঠে।

বন্ধুত্ব থেকে ভালোবাসা স্থাপন করা যায়, কিন্তু ভালবাসা থেকে বন্ধুত্বে ফিরে আসা যায় না।

স্বামী বানানোর কথা দিয়ে গাজাখোর বানিয়ে দেয়ার নামই
এ যুগের ভালোবাসা।

জীবনে সবকিছু ছেড়ে দেওয়া যায়। কিন্তু মায়া আর ভালোবাসা ছেড়ে দেওয়া যায় না!

মুখের ওপর সত্যি কথা বলা মানুষগুলিই ,
আসলে সবার অপ্রিয় হয়।

পাশে না থেকেও তাকে প্রতি মহুর্তে মিস করার নামি হল – “One sided love”

নিজের ex কেও সবাই মনে করে teacher’s day wish করে দিও,
শিক্ষা তো সেও কম কিছু দেয়নি।

ভরসা ছিল বিশ্বাস ছিল পরে বুঝলাম
সবটাই আমার ভুল ছিল

ভালই হয়েছে তুমি আমাকে ছেড়ে চলে গেছো, নাহলে আমি আমার ঘর ছাড়বো বলে ঠিক করে ফেলেছিলাম,

তুমি আমার গল্প জোনাকি! তোমারি আশায় আশায় থাকি।

যেখানে তোমার সম্মান নেই সেখানে যাওয়া ত্যাগ করো দাও, সেটা হাতে পারে কারোর বাড়ি বা কারোর মন,

শিক্ষা শুধু বই থেকে নয়,
কাছের মানুষের থেকেও পাওয়া যায়।

এই দিনটা আসে যেন বারবার বারবার ফিরে, যেন অনেক স্বপ্ন দেখতে পারি তোমায় আমি ঘিরে।

I’m Not Busy কিন্তু আসলে এখন
কারো সাথে কথা বলতে ভালো লাগেনা!

কখনো কখনো গুরুত্ব বোঝানোর
জন্য দূরত্বের প্রয়োজন হয়

বন্ধু সে নয়, যে তোমার বিপদের সময় তোমার হাত ছেড়ে দেয়..!! বন্ধু তো সে, যে তোমার বিপদ তাকে নিজের বিপদ মনে করে তোমার পাশে থাকে।

Best Bangla Facebook Caption

যদি তুমি জীবনে সুখী হতে চাও, তাহলে একটা লক্ষ্য ঠিক করো, কোনো মানুষ বা জিনিস না।

ভ্রমণ পিপাসু মানুষের মন ঘরে বসে থাকতে পারেনা।

বিশ্বাস কর, আর নাই কর,,,,,, আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি।

কাকে ভালবাসবে তুমি?
সবাই তো স্বার্থপর
ভালো কিছুর দেখা পেলেই হয়ে যায় পর!!

জীবনে ভালো থাকার জন্য প্রেম নয়, কয়েকটা মনের মতো বন্ধুই যথেষ্ট!

অনেকের সাথে নতুন সম্পর্ক তৈরি করা কোনো বড়ো ব্যাপার নয়, এক জনের সাথে পুরানো সম্পর্ককে টিকিয়ে রাখাটাই আসল কথা।

আমি মন দিয়ে,
তোমার মন কেড়ে নিবো।

যে আমাকে গুরুত্ব দেয়,
তাকেই আমি গুরুত্ব দিই যে আমাকে গুরুত্ব দেয়না,
তার দিকে ফিরেও তাকাইনা,
হ্যাঁ এটাই আমি !

একজন ভালো বন্ধু হলো মুক্তার মতো, যেটা সবাই পায় না! আর যে পায় সে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান।

আমি মারে গেলে, কিছু মানুষ বিরক্ত হওয়া থেকে বেচে যাবে।

জীবনে অনেক সুন্দর সময় আসবে যাবে! কিন্তু বন্ধুদের সাথে কাটানো সময় আর মিষ্টি মুহূর্ত গুলো কখনো ফিরে পাওয়া যাবে না।

ওহে কি করিলে পাইবো তোমারে, রাখিবো আঁখিতে আঁখিতে!

তোমার জন্য কেবল আমার মন,
আর জীবন সেতো শুধু বন্ধুদের জন্য।

আমি মোমবাতি হবো,
আমি জ্বলে তোমাকে আলোকিত করবো।

মায়া ! এটি এমন একটি জিনিস যা মানুষকে সাফল্যের শীর্ষে পৌঁছে দিতে পারে,,
আবার সেখান থেকে টেনে মাটিতেও মিশিয়ে দিতে পারে।

একদিন প্রচন্ড অভিমান নিয়ে হারিয়ে যাবো!

“অনেক বেশি চঞ্চল ছিলাম,
তাই পরিস্থিতি আমায় শান্ত থাকা শিখিয়ে দিয়েছে।

আমি প্রেম করতে জানি না,,,,, কেউ শিখাইবা?

“তোমার ভালোবাসাটা মিথ্যা
হলেও অভিনয়টা পারফেক্ট ছিল

best bangla facebook caption,facebook caption,facebook photo caption,fb caption bangla,facebook capton bangla,facebook caption bangla,bangla caption,english facebook caption,sad caption bangla,love caption bangla,best bangla facebook caption,funny caption bangla,facebook profile picture caption,facebook photo caption bangla,facebook caption bangla to english,india facebook caption,bangla captions,fb caption,best bangla facebook caption, facebook profile picture caption app,facebook caption style,best bangla facebook caption

আমাদের শেষ কথা-

আশা করি best bangla facebook caption আর্টিকেলটি আপনাদের অনেক ভাল লেগেছে। আর্টিকেল টি যদি ভাল লেগে থাকে তাহলে অব্যশই একটি কমেন্ট করে যাবেন। এবং আপনাদের যদি আরো best bangla facebook caption প্রয়োজন হয়, তাহলে আমাদের ফলো করতে পারেন। এছাড়া আপনি যদি টেক লাভার হয়ে থাকেন তাহলে এই ওয়েবসাইট Tech Plex থেকে ঘুরে আসতে পারেন। best bangla facebook caption

See also  500+ Best Romantic Love Caption Bangla For GF/BF In 2023

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top