১০ টি সেরা বাংলাদেশর সুন্দর জায়গা নাম ২০২৩

বাংলাদেশের সুন্দর জায়গা

হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনি যেহুতু আমাদের বাংলাদেশের সুন্দর জায়গা পোস্টটিতে কিল্ক করেছেন। এর মানে আপনি বাংলাদেশের সুন্দর জায়গা সর্ম্পকে জানতে আগ্রহী। চিন্তার কোনো কারণ নেই, আজকের এই আর্টিকেল এ আমরা বাংলাদেশের সুন্দর জায়গা সর্ম্পকে পুরোপুরি জানার চেষ্টা করব। তবে চলুন শুরু করা যাক।

বাংলাদেশ পৃথিবীর মধ্যে একটি সুন্দরতম দেশ। এখানকার জায়গা গুলো অত্যন্ত সুন্দর এবং প্রাকৃতিক দৃশ্য ভরা। বাংলাদেশে আছে প্রাকৃতিক উদ্যান সমূহ, সমুদ্র সৈকত, পাহাড় এবং নদীর নালার মহান দৃশ্য এবং আর্থিক ও ঐতিহ্যবাহী স্থাপত্য সম্পদ ও রয়েছে। বাংলাদেশে প্রাকৃতিক সৌন্দর্য প্রচুর রয়েছে । এর মধ্যে সবচেয়ে বাংলাদেশের সুন্দর জায়গা হল-


১) সুন্দরবন

বাংলাদেশের সুন্দর জায়গা মধ্যে সুন্দরবন হল একটি । বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ এবং বনস্থল এর মধ্যে সুন্দর জায়গা হল সুন্দরবন। এটি দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় বন এবং বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বনস্থল হিসাবে পরিচিত লাভ করে । সুন্দরবনকে ম্যানগ্রোভ বন ও বলা হয়ে থাকে।

সুন্দরবনে অনেক গুলো দর্শনীয় স্থান স্থান রয়েছ, যেমন-

  • জামতলা সৈকত
  • মান্দারবাড়িয়া সৈকত
  • হিরণ পয়েন্ট
  • দুবলার চর
  • কটকা বিচ, ইত্যাদি

২) সাজেক উদ্যান

সাজেক বাংলাদেশের মধ্যে একটি বেশ জনপ্রিয় পর্যটন স্থান। এই উদ্যানে বিভিন্ন জীববিশেষ, প্রাকৃতিক উপহার এবং নদীবন্দর রয়েছে। সাজেক উদ্যানে অনেক ভারতীয় শাপলা, বন মার্গাস,হরিন প্রায়ই দেখতে পাওয়া যায়। সাজেক উদ্যানে মেঘের আলোকচিত্র দেখতে পাওয়া যায় যা অনেক সুন্দর। এর জন্য সাজেক এ অনেক পর্যটন এখানে ঘুরতে আসে। সাজেক ভ্রমণকারীদের জন্য একটি আকর্ষণীয় স্থান বটে। যারা প্রাকৃতিক পরিবেশ ভালবাসে তাদের একবার হলেও এখানে আসা দরকার।

সাজেক উদ্যনে অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে। কিছু জনপ্রিয় জায়গাগুলোর নাম হলো:

  • সাজেক হিল
  • সাজেক নদী
  • সাজেক কইতুং
  • সাজেক হাইওয়ে
  • সাজেক বন মার্গাস
  • তিন দেউয়ার ঝর্ণা
  • বং ঝর্ণা ইত্যাদি

৩) কক্সবাজার

কক্সবাজার বাংলাদেশের দক্ষিণ-পূর্বাংশের প্রখ্যাত একটি সমুদ্র সৈকত।কক্সবাজার বিশ্বের সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত নামে পরিচিত। এই সমুদ্র সৈকতটি প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে অত্যন্ত জনপ্রিয় এবং দর্শনীয় স্থানের একটি। কক্সবাজারে দেখতে পাওয়া যায় অনেক প্রাকৃতিক সৌন্দর্যপূর্ণ জায়গা, যেমন সমুদ্র সৈকত, কক্সবাজার দুর্গ, প্রাচীন বৌদ্ধ মন্দির পুয়েত্র মন্দির, হিরা মন্দির, দক্ষিণ পাহাড়ির পানির ঝর্ণা সহ আরো সুন্দর জায়গা আছে । এছাড়াও এখানে খুব বড় একটি মাছের বাজার রয়েছে। যেখানে আপনি চাইলে বিভিন্ন প্রকারের সমুদ্র মাছ এবং সবজি কিনতে পারবেন।

বাংলাদেশের সুন্দর জায়গা কক্সবাজার । এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে। তার মধ্যে কিছু জনপ্রিয়
জায়গাগুলোর নাম হলো:

  • মেরিন ড্রাইভ সড়ক
  • লালদীঘি সৈকত
  • কক্সবাজার দুর্গ
  • ইনানী বিচ
  • প্রাচীন বৌদ্ধ মন্দির
  • টেকনাফ সৈকত

৪) রাঙ্গামাটি

রাঙ্গামাটি বাংলাদেশের প্রকৃতির একটি অসাধারণ জায়গা এবং এটি সুন্দর পাহাড়ি এলাকায় ভরপুর । নদী নালার ঘাট এবং প্রাকৃতিক পরিবেশ পর্যটকদের সবচেয়ে বেশি মন কাড়ে। এই জেলাটির পরিবেশ আধুনিক বাংলাদেশের অন্যতম নজরদার পরিবেশের মধ্যে একটি। রাঙ্গামাটির জেলাটি দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত চট্টগ্রাম বিভাগের মধ্যে একটি প্রশাসনিক অঞ্চল। সাধারণত রাঙ্গামাটি হলো পার্বত্য জেলা । রাঙ্গামাটিকে অনেকে রঙের দেশ ও বলে থাকে। বাংলাদেশের সুন্দর জায়গার মধ্যে রাঙ্গামাটি অকেন বড় ভূমিকা পালন করে।

রাঙ্গামাটিতে বিভিন্ন জাতির মানুষের বাসবাস করে থাকে, যারা বাংলাদেশের অন্যতম বেশি প্রাচীন জনগোষ্ঠী হিসাবে গণ্য করা হয়ে থাকে। রাঙ্গামাটির জনসংখ্যার বৃদ্ধির কারণে এখন রাঙ্গামাটি উন্নয়নশীল জেলা হিসাবে গণ্য করা হয়।

রাঙ্গামাটির বিশেষ আকর্ষণগুলোর মধ্যে পাহাড়ি এলাকার সুন্দর দৃশ্য, আদিবাসীর সংস্কৃতি, উপকরণ প্রস্তুতি, কার্যশীল কুমিল্লা হিল ট্রাক,কাপ্তাই লেক,কাপ্তাই জাতীয় উদ্যান ইত্যাদি

রাঙ্গামাটির অন্যতম কিছু দর্শনীয় স্থান হলোঃ

  • জাতীয় জাদুঘর
  • সাজেক ভ্যালি
  • কাপ্তাই জাতীয় উদ্যান
  • কাপ্তাই জাতীয় উদ্যান
  • কাপ্তাই হ্রদ
  • চাকমা রাজবাড়ি (রাঙ্গামাটি)
  • লাভ পয়েন্ট
  • ঝুলন্ত সেতু
  • নৌ বাহিনীর পিকনিক স্পট
  • কাপ্তাই বাঁধ ও কর্ণফুলি পানিবিদ্যুৎ কেন্দ্র
  • ফুরমোন পাহাড়
  • রাজবন বিহার

) কুয়াকাটা

কুয়াকাটা অন্যতম আরেকটি বাংলাদেশের সুন্দর জায়গা। কুয়াকাটা বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পটুয়াখালী জেলার একটি শহর । কুয়াকাটা একটি পর্যটনকেন্দ্র ও বটে। কুয়াকাটা জেলা বাংলাদেশের পটুয়াখালীতে অবস্থিত। সাধারণত কুয়াকাটা সমুদ্র সৈকত পর্যটকদের কাছে “সাগরকন্যা” হিসেবে পরিচিত। ১৮ কিলোমিটার দৈর্ঘ্যের সৈকত বিশিষ্ট কুয়াকাটা বাংলাদেশের একটি অন্যতম নৈসর্গিক সমুদ্র সৈকত। কুয়াকাটাই হল বাংলাদেশের একমাত্র সৈকত যেখান থেকে সূর্যাস্ত এবং সূর্যোদয় দুটোই দেখা যায়। যা দেখার জন্য হাজার হাজার মানুষ প্রতিনিয়ত এখানে আসে।

কুয়াকাটার সবচেয়ে জনপ্রিয় কারণ হলো এখানে আছে প্রাকৃতিক সৌন্দর্য এবং একটি বহুত বড় দ্বীপ (সাগরকন্যা) । যারা প্রাকৃতিক সৌন্দর্য ও সমুদ্রকে ভালবাসেন তাদের জন্য কুয়াকাটা হবে সবচেয়ে সুন্দর জায়গা।

কুয়াকাটার কিছু সুন্দর দর্শনীয় জায়গা গুলোর নাম হলঃ

  • কুয়াকাটা সমুদ্র সৈকত
  • লাল কাঁকড়ার চর
  • শিকড় বেলদার পাহাড়
  • গুলসান পার্ক
  • কুয়াকাটা জাতীয় উদ্যান
  • স্বপ্নরাজ্য পার্ক ও রিসোর্ট
  • শিকড় বেলদার পাহাড়
  • লেম্বুর বন

) জাফলং, সিলেট

জাফলং বাংলাদেশের মধ্যে সিলেটের গোয়াইনঘাট উপজেলার অন্তর্গত, একটি পর্যটন স্পট। জাফলং ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষে খাসিয়া-জৈন্তা পাহাড়ের পাদদেশে অবস্থিত হয়েছে। জাফলং এ পাহাড় আর নদী-নালার অপূর্ব প্রাকৃতির সোন্দর্য আছে বলে এই এলাকা বাংলাদেশের অন্যতম একটি পর্যটনস্থল হিসেবে পরিচিতি পেয়েছে। জাফলং প্রকৃতিক কন্যা হিসাবে পরিচিত । পর্যটনের সাথে সাথে জাফলং পাথরের জন্যও অনেক বেশি বিখ্যাত। জাফলং এ শ্রমজীবি মানুষেরা পাথরের কাজ করে জীবিকা নির্বাহ করে ।

বাংলাদেশের সুন্দর জায়গার ভিতরে সিলেট জেলার দর্শনীয় স্থানের মধ্যে জাফলং অন্যতম একটি জায়গা। প্রাকৃতিক সোন্দর্য এ মুহরিত একটি স্থান হল জাফলং। উঁচু উঁচু পাহাড়, নদীর স্বচ্ছ পানির ধারা, ডাউকি বন্দরের ঝুলন্ত সেতু, ডাওকি নদীর পানির অবিশাল স্বচ্ছতা, পাহাড়ের মাথায় মেঘের দৃশ্য পর্যটকদের অন্যতম আকর্ষণ বটে। নদীর পানির স্বচ্ছতা ও প্রাকৃতিক সব সোন্দর্য মিলে গড়ে ওঠে সুন্দর একটি মনোরম পরিবেশ । মূলত এসকলই কারনে পর্যটকদের ভ্রমনের জন্য অন্যতম একটি জায়গা জাফলং। এছাড়া সিলেটে আরও অনেক অনেক সুন্দর জায়গা আছে। যেমন…

  • মালনীছড়া চা বাগান,
  • হযরত শাহজালাল (রঃ) মাজার
  • হজরত শাহপারান (রঃ) মাজার
  • লাউহসুন্দরী পর্বত
  • লোভাছড়া চা-বাগান
  • লোভাছড়া পাথর কোয়ারী
  • লালাকান্দা মসজিদ
  • রায়ের গাঁও হাওর
  • বিছনাকন্দি,
  • পানথুমাই জলপ্রপাত ইত্যাদি

৭) সেন্টমার্টিন

বাংলাদেশের সর্ব দক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর-পূর্বাংশে অবস্থিত একটি ছোট প্রবাল দ্বীপ হল সেন্ট মার্টিন দ্বীপ। বাংলাদেশের কক্সবাজার জেলার অন্তর্গত একটি ইউনিয়ন হল সেন্টমার্টিন। প্রচুর নারিকেল পাওয়া যায় এর জন্য সেন্টমার্টিন নারিকেল জিঞ্জিরা নামেও ভীষণভাবে পরিচিত লাভ করেছে। অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য্য পাকানো দ্বীপটি বাংলাদেশের অন্যতম একটি পর্যটন স্থান হিসাবে জায়গা দখল করে নিয়েছে। এখানে প্রতিদিন প্রচুর পর্যটক আসেন। সেন্টমার্টিনের আসল মজা এক রাত না থাকলে উপভোগ করা সম্ভব নয়। রাতের বেলা সেন্ট মার্টিন’স এর এই দ্বীপে যত বেশি ঘুরে বাড়াবেন আপনার আর তত বেশি বাঁচতে ইচ্ছে হবে।

৮) নিঝুম দ্বীপ

নিঝুম দ্বীপ বাংলাদেশের মধ্যে একটি ছোট্ট দ্বীপ। এটি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলায় অবস্থিত। নিঝুম দ্বীপ বাংলাদেশের একটি সুন্দরতম জায়গা। প্রায় ৯১ বর্গ কিমি আয়তন জুড়ে রয়েছে নিঝুম দ্বীপ।অতুলনীয় সৌন্দর্যের হাতছানি আর মায়াবী হরিণের সমাগমে তিলে তিলে গড়ে উঠেছে নিঝুমদ্বীপ। নিঝুম দ্বীপে বর্তমানে প্রায় ৫ হাজার মায়াবী হরিণ রয়েছে। এ সকল হরিণের ছবি তুলতে গিয়ে কত পর্যটকেরর সখের কেটস ছিড়ছে কিংবা জামাটা বনের ভেতরেই রেখে আসতেই হয়েছে তার কোনো হিসেব নেই। সব মিলিয়ে বাংলাদেশের সুন্দর জায়গার মধ্যে নিঝুম দ্বীপ অসাধারণ একটি জায়গা।

নিঝুম দ্বীপে পর্যটকদের জন্য রয়েছে অনেক সুন্দরতম কেন্দ্র, নিঝুম দ্বীপ এ রয়েছে পানি সরবরাহ এবং জেনারেটরের মাধ্যমে বিদ্যুতের ব্যবস্থা রয়েছে। পর্যটকদের খাবারের জন্য স্থানীয় হোটেল এর ব্যাবস্থা আছে , এখানে স্থানীয়ভাবে উৎপাদিত চাল, মাছ, মুরগী, ডিম ইত্যাদি খাবার পাওয়া যায়।

আমাদের শেষ কথা-

আশা করি আমরা আপনাদের বাংলাদেশের সুন্দর জায়গা সর্ম্পকে বুঝাতে সক্ষম হয়েছি। আজকের আর্টিকেল টি যদি আপনাদের ভাল লেগে থাকে, তাহলে অব্যশই একটি কমেন্ট করে যাবেন। এবং বাংলাদেশের সুন্দর জায়গা সর্ম্পকে যদি আরো ও জানতে হলে আমাদের ফলো করতে পারেন। এছাড়া আপনি যদি টেক লাভার হয়ে থাকেন তাহলে এই ওয়েবসাইট Info Plex থেকে ঘুরে আসতে পারেন। ধন্যবাদ

Scroll to Top