সবচেয়ে জনপ্রিয় ১০ টি পৃথিবীর সুন্দর জায়গা 2023

পৃথিবীর সুন্দর জায়গা

হ্যালো বন্ধুরা, আশা করি সবাই অনেক বেশিই ভালো আছেন। আপনি যেহুতু আমাদের পৃথিবীর সুন্দর জায়গা পোস্টটিতে কিল্ক করেছেন। এর মানে আপনি পৃথিবীর সুন্দর জায়গা সর্ম্পকে জানতে অনেক বেশি আগ্রহি। আজকের এই আর্টিকেল এ আমরা পৃথিবীর সুন্দর জায়গা এবং দর্শনীয় স্থান সর্ম্পকে পুরোপুরি জানার চেষ্টা করব। তবে চলুন শুরু করা যাক।

আমাদের পৃথিবীতে এমন অনেক জায়গা আছে যা অনেক সুন্দর এবং দর্শনীয় । অপরুপ সৌন্দর্য্যে ভরপুর আমাদের এ পৃথিবীতে হাজার হাজার দর্শনীয় স্থান রয়েছে। যা আমাদের অনেকের অজানা। এজন্য আজকে এই আর্টিকেল এ আমরা সবচেয়ে জনপ্রিয় পৃথিবীর সুন্দর জায়গা সম্পকে জানব। আমাদের বিশ্বে অনেক জায়গা জুড়েই প্রচুর প্রাকৃতিক সৌন্দর্য ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। যেখানে আপনি অপূর্ব সংস্কৃতি, প্রাকৃতিক দৃশ্য, মনোরম সকল দৃশ্য দেখতে পাবেন। তবে চলুন, আমরা আজকে পৃথিবীর সুন্দর জায়গাই ভ্রমণ করার জন্য পাড়ি জমাই ।

প্যারিস, ফ্রান্স

পৃথিবীর সুন্দর জায়গা

ফ্রান্স নামটি শুনলেই সবার আগে আমাদের মাথায় আসে আর.এফ.এল টাওয়ার এর কথা। পৃথীবির মধ্যে অন্যতম বড় এবং সুন্দর টাওয়ার এর নাম হল আর.এফ.এল টাওয়ার। যা ফ্যান্সের প্যারিস শহরে এ অবস্থিত । সাধারণত, প্যারিস অনেক আলোকিত একটি শহর। এখানে দিন-রাত সব সময়ই আলোকিত থাকে। বর্তমান সময়ে প্যারিস শহরটি পৃথিবীর অন্যতম একটি সুন্দর জায়গা হিসেবে প্রকাশ পেয়েছে। প্যারিস শহরটি সম্পূন পর্যটন একটি শহর। প্যারিস সংস্কৃতিতে অসম্ভব সুন্দর একটি শহর। প্যারিসের আবাসিক রাস্তা, উচু উচু দালান-কোঠা, আর্ট গ্যালারিতে আঁকা সুন্দর শিল্প কলা পর্যটনদের কাছে অনেক জনপ্রিয়। এছাড়াও প্যারিস শহরে অনেক জায়গা রয়েছে, যা অনেক জনপ্রিয় । যেমন ভার্সাই প্রাসাদ, রডিন মিউজিয়াম, ডিজনিল্যান্ড, সেন্ট-চ্যাপেল, মন্টমার্ত্রে ইত্যাদি।

See also  ১০ টি বেস্ট জাপানের দর্শনীয় স্থান এবং ভ্রমণ গাইড 2023

ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র

পৃথিবীর সুন্দর জায়গা

আমরা সবাই কম বেশি ক্যালিফোর্নিয়া নামটি শুনেছি। মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে অন্যতম সুন্দর একটি জায়গার নাম হল ক্যালিফোর্নিয়া। ক্যালিফোর্নিয়ার রাজধানীর নাম হল স্যাক্রামেন্টো। ক্যালিফোর্নিয়া মারাত্বক সুন্দর একটি জায়গা। ক্যালিফোর্নিয়ার সকল জায়গাই প্রায় বিলাসবহুল হয়ে থাকে। যারা সমুদ্র সৈকত দেখতে পছন্দ করেন, তাদের জন্য ক্যালিফোর্নিয়া হতে পারে অন্যতম সুন্দর একটি জায়গা। গোল্ডেন ব্রিজ, আলক্স প্রেসিডিও, এবং পুয়েত হেইটের মতো অনেক আকর্ষণীয় জায়গা রয়েছে এই ক্যালিফোর্নিয়াতে। যা আপনারে মনকে প্রশান্তি দান করবে। ক্যালিফোর্নিয়া অন্যতম বিখ্যাত একটি পর্যটন জায়গা। নায়াগ্রা জলপ্রপাত, হলিউড, লস এঞ্জেলেস সহ অনেক সুন্দর জয়গা রয়েছে এখানে যা উপভোগ করার জন্য প্রতি মাসে প্রায় হাজার হাজার মানুষ ক্যালিফোর্নিয়াতে ভ্রমন করে থাকে।

Also read –

সিডনি, অস্ট্রেলিয়া

পৃথিবীর সুন্দর জায়গা

সিডনি অস্ট্রেলিয়ার উপকূলীয় একটি শহর। অস্ট্রেলিয়ার অনেক বড় একটি শহর হল সিডনি। যেমন বড় শহর তেমনই অনেক দর্শনীয় স্থানে ঘেরা এই সিডনি শহর। সিডনি অস্ট্রেলিয়ার অত্যন্ত সুন্দর একটি শহর, যেখানে গেলে আপনি দেখতে পাবেন প্রাকৃতিক সৌন্দর্য, মন ভোলানো সকল সামুদ্রিক দৃশ্য, নিত্য নতুন সকল সাংস্কৃতিক বৈচিত্র্য। সিডনিতে প্রতি বছরেই প্রায় বিভিন্ন দেশ থেকে সকল পর্যটনরা ঘুরতে আসেন। বন্ধু-বান্ধব, ফ্যমেলি সহ ‍ঘুরে বেড়ানোর জন্য ১২ মাসই সিডনি তার সৌন্দর্য দিয়ে থাকে। সিডনিতে অনেক বড় বড় সমুদ্র, সুন্দর সূর্যাস্তের দৃশ্য, এবং ভিন্ন ভিন্ন মাছের রঙিন দৃশ্য হর হামেশায় দেখতে পাবেন। সাদা বালি এবং উচু উচু বিল্ডিং দ্বারাই তৈরি অস্ট্রেলিয়ার সিডনি। এছাড়াও সিডনি শহরে অনেক জনপ্রিয় জায়গা রয়েছে। যেমন রয়াল ন্যাশনাল পার্ক, কুইন ভিক্টোরিয়া বিল্ডিং, বলু মাউন্টেন ইত্যাদি।

বালি, ইন্দোনেশিয়া

পৃথিবীর সুন্দর জায়গা

বালি ইন্দোনেশিয়াই অবস্থিত অনেক সুন্দর একটি দ্বীপ। বালি অনেক রোমান্টিক একটি দ্বীপ। বালির আরেক নাম দেবতাদের দ্বীপ। প্রায় অনেকেই দেবতাদের দ্বীপ নামে ও বলিকে চিনে থাকে। বালির পাহাড়ী অঞ্চল, রাস্তাঘাট, প্রাচীন মন্দির যে কাউকে রাঙিয়ে দিতে পারে। বালির প্রাকৃতিক সৌন্দর্যের কথা বলতে গেলে শেষ হবে না। সাধারণত সব সময়ই বালির আবহাওয়া অনেক সুন্দর থাকে। যার কারনে প্রতি সময়ই পর্যটন বালিতে রওনা দেয়। আপনারা যদি আল্প বাজেট এ একটা টুর দিতে চান তাহলে আপনাদের জন্য বালি বেস্ট হবে। বালিতে যাওয়া-আসা থেকে শুরু করে থাকা-খাওয়া ঘুরাঘুরির খরচ ও অনেক কম। বালির প্রত্যেক জায়গাই সুন্দর। তারপরেও বালিতে কিছু অদ্ভুদ সুন্দর জায়গা রয়েছে যেমন- উবুদ, নুসা দ্বীপপুঞ্জ, নুসা পেনিদা, নুসা লেমবনগান, কুটা ইত্যাদি।

See also  ১০ টি সেরা বাংলাদেশর সুন্দর জায়গা নাম ২০২৩

মাচু পিচু, পেরু

পৃথিবীর সুন্দর জায়গা

দক্ষিণ আমেরিকার দেশ পেরুর এক অপরুপ সৌন্দর্যময় শহরের নাম হল মাচু পিচু। মাচু পিচু অনেক প্রাচীন একটি শহর। মাচু পিচু পর্যটকদের কাছে অনেক দর্শনীয় স্থান। প্রাকৃতিক সকল দৃশ্য ভরপুর এই মাচু পিচু। আপনি মাচু পিচুতে গেলে প্রাকৃতিক সকল সৌন্দর্যই দেখতে পাবেন। ঝর্ণা থেকে শুরু করে বড় বড় পার্বতমালা সবই আছে এই মাচু পিচুতে। এমন অনেক মানুষ আছে যারা শুধু মাত্র পেরু আসেন মাচু পিচু সৌন্দর্য উপভোগ করা জন্য। মাচু পিচু অন্যতম একটি পর্যটন স্থান। সব মিলিয়ে প্রকৃতিক দৃশ্য উপভোগ করার জন্য মাচু পিচু বেস্ট চয়েস।

আমাদের শেষ কথা-

আশা করি আমরা আপনাদের পৃথিবীর সুন্দর জায়গা গুলি সর্ম্পকে বুঝাতে সক্ষম হয়েছি। আজকের আর্টিকেল টি যদি আপনাদের ভাল লেগে থাকে, তাহলে অব্যশই একটি কমেন্ট করে যাবেন। এবং পৃথিবীর সুন্দর জায়গা সর্ম্পকে যদি আরো ও জানতে হলে আমাদের ফলো করতে পারেন। এছাড়া আপনি যদি টেক লাভার হয়ে থাকেন তাহলে এই ওয়েবসাইট Tech Plex থেকে ঘুরে আসতে পারেন। ধন্যবাদ

Scroll to Top