ইতালির ১০ টি সেরা দর্শনীয় স্থান || ইতালির কিছু রহস্যময় ও অজানা ফ্রাক্ট 2023

ইতালির দর্শনীয় স্থান

তালি হল অনেক প্রাচীন দেশ। যেখানে প্রাচীন ঐতিহ্য, সুন্দর স্থাপত্য নিয়ে ভরপুর। তবে চলুন তাহলে যেনে নেয়া যাক, ইতালির দর্শনীয় স্থান এবং ঐতিহ্য সর্ম্পকে ।ইতালীর আয়তন প্রায় (১,১৬,৩৪৬ বর্গ মাইল) এলাকা জুড়ে বিস্তত । যা বাংলাদেশের প্রায় 2.৫০ গুন বড় । ইতালী জনসংখ্যা প্রায় সাড়ে ছয় কোটির উপরে। এটি ইউরোপে পঞ্চম ও বিশ্বে ২৩ তম জনবহুল দেশ। আজকে আমরা ইতালির দর্শনীয় স্থান সমূহ নিয়ে আলোচনা করব।

ইতালির দর্শনীয় স্থান সমূহ

ইতালি হচ্ছে বিশ্বের পর্যটনীয় দেশগুলোর মধ্যে অনেক অন্যতম একটি দেশ। এদেশে পর্যটকদের আকর্ষিত করে তোলার মতো অনেক জায়গা রয়েছে। রয়েছে অনেক অগণিত দর্শনীয় স্থান। ইতালি দক্ষিণ ইউরোপের একটি দেশ যা মধ্যসাগর সমুদ্রের চারদিকে প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে পরিপূণ । রোমান সাম্রাজ্যের স্মৃতিধন্য দেশ হল ইতালি । কারণ এখানের প্রাকৃতিক সুন্দর দৃশ্য যে কারো মন ছুঁয়ে যাবে। এখানে রয়েছে অনেক সুন্দর পর্যটন স্থান। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য, প্রতিবছর প্রায় মিলিয়ন খানিক পর্যটক ঘুরতে আসেন এখানে। আজকে আমরা ইতালির দর্শনীয় স্থান সম্পর্কে আলোচনা করব।

ফ্লোরেন্স, ভেনিস থেকে শুরু করে টাস্কানির প্যানোরামিক ল্যান্ডস্কেপ পর্যন্ত, ইতালিতে বেড়ানোর জন্য প্রচুর জায়গা রয়েছে। আজকে আমরা ইতালির দর্শনীয় স্থান সমূহ সর্ম্পকে জানব।

  1. সার্ডিনিয়া
  2. জেনোয়া
  3. রোম
  4. ফ্লোরেন্স
  5. পোমপেইই
  6. ফ্লোরেন্সের কাঠের মসজিদ
  7. লুক্কা
  8. বোলোনা
  9. পদুয়া
  10. আমালফি উপকূল

Also read –

See also  ৫টি সিঙ্গাপুরের সুন্দর জায়গা ও আকর্ষণীয় স্থান সমূহ 2023

ইতালির প্রধান খাবার এবং ইতালীয় স্বাদ

ইতালির দর্শনীয় স্থান

ইতালির খাবার সম্পর্কে কথা না বললেই নয়। খাদ্যের জন্য এটি একটি প্রসিদ্ধ দেশ । পীজ্জা, পাস্তা এবং তাজা সবজির সংযোগে গড়ে তোলা প্রত্যেকটি খাবারই হয়ে থাকে এখানে ভীষণ টেস্টি এবং সুস্বাদু । পাস্তা , পিজ্জা হল ইতালির অন্যতম একটি খাবার, যা বিশ্বব্যাপী ভীষণভাবে পরিচিত লাভ পেয়েছে। পীজ্জা, পাস্তা ছাড়া ও আরো অনেক মজাদার ইতালিয়ান খাবার এখানে বেশ জনপ্রিয়। এর মধ্যে তিলে টুনা, রিসোটো এবং টিরামিসু অন্যতম।

ইতালির রাজধানী শহর এর নাম হল রম (Rome), যা হল একটি প্রসিদ্ধ পর্যটন স্থান। এখানে অসংখ্য প্রাচীন ঐতিহ্যবাহী স্থানও রয়েছে, যেমন কোলোসিয়াম, পানথেন, রোমান, ফোরাম, এবং মিলান বিশেষভাবে উল্লেখযোগ্য। ইতালির সাথে যুক্ত অ্যাড্রিয়াটিক সাগরে আছে অনেক সুন্দর সুন্দর সৈলবন্দর ও দ্বীপসমুহ। ভেনিস এবং সিনেটারে প্রস্তুত সমুদ্রসৈকত অনেক বেশি আকর্ষণীয় । যার কারণে প্রতিনিয়তই পর্যটকদের ভিড় জমে এখানে। সব মিলিয়ে ইতালির রোম শহরটি অসাধারণ পর্যটন নগরী।

ইতালির শহর এবং গ্রাম উভয়েই স্থানীয় জীবনের একটি আলাদা আলাদা সৃষ্টি। ইতালির দর্শনীয় স্থান এবং ভ্রমণের জন্য ইতালির শত বছরের পুরাতন গৌরবময় ইতিহাস রয়েছে। এখানে যেমন ঐতিহ্যবাহী সংস্কৃতি উপকূল আছে, তেমনি রয়েছে প্রাচীন সম্পদ আর স্থাপনায় ঘেরা পাহাড়-পবর্ত্য। প্রাচীন রোমান সাম্রাজ্যের সব থেকে গুরুত্বপূর্ণ নগর রোমের প্রাচুর্যপূর্ণ সব স্থাপনা যা ইতালির মর্যাদা আরও হাজারগুন বাড়িয়েছে। ইতালিতে প্রায় ৫ হাজারের মতো গ্রাম রয়েছে যেগুলোও পর্যটকদের নজর কাড়তে যথেষ্ট।

এবার চলুন ইতালির কিছু রহস্যময় ও ফ্রাক্ট সম্পকে জেনে নেয়া যাক ?

ইতালির দর্শনীয় স্থান

১) ইতালি একটি প্রাচীন স্থাপত্য সম্পদের দেশ। কিন্তুু এখোনো কিছু স্থানে অজানা প্রাচীন স্থাপত্যশীল জায়গা আছে, যেগুলো উন্নয়নের জন্য অনেক চিন্তা করা হচ্ছে।


২) কোলোসিয়াম ও রোমের প্রাচীন স্টেডিয়াম এর পাশে একটি স্থানে রহস্যময় কবর আছে যা কখনও উদ্ঘাটিত হয় নি।

See also  স্পেনের ১০ টি সেরা দর্শনীয় স্থান সমূহ

৩) আপনি জানলে অবাক হবেন যে, পীজ্জা ও পাস্তার উওপত্রি স্থল হল ইতালিতে।

৪) বিশ্বের সবচেয়ে ব্যাবহিত টেলিফন ও থামোমিটার উওপত্রি স্থান হল ইতালি ।

৫) ইতালি অনেক পুরাতন একটি রাজ্য, এবং এটি একটি জাদুকরের দেশ হিসাবে পরিচিত। কিন্তু একটা মজার বিষয় হচ্ছে ইতালিতে কোন জাদুকরের উৎস নেই।

৬) পুরো ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি ভূমিকম্প হয় হয়ে থাকে ইতালিতে।


৭) ইতালির ক্রিস্টোফার কলম্বাসি সবপ্রথম ব্যক্তি ছিলেন, যে প্রথম ইতালি থেকে দক্ষিণ আমেরিকা এবং পরে এশিয়া পর্যন্ত সমুদ্রে ভ্রমণ করেছিলেন।

আমাদের শেষ কথা

আশা করি আজকের আর্টিকেল ( ইতালির দর্শনীয় স্থান ) টি আপনাদের অনেক ভাল লেগেছে। এগুলোই ছিল ইতালির সবচেয়ে সুন্দর দর্শনীয় স্থান সমূহ। আমাদের আর্টিকেল গুলো যদি আপনাদের ভাল লেগে থাকে তাহলে অবশ্যই একটি কমেন্ট করে যাবেন। এবং আপনাদের আর কি সর্ম্পকে জানতে চান সেগুলো বলে যাবেন। পরবর্তীতে আমরা সেগুলো নিয়ে লেখার চেষ্টা করব। ধন্যবাদ

1 thought on “ইতালির ১০ টি সেরা দর্শনীয় স্থান || ইতালির কিছু রহস্যময় ও অজানা ফ্রাক্ট 2023”

Comments are closed.

Scroll to Top